Sunday, December 4, 2016

মাদকের বিরুদ্ধে পুলিশ জনগণ এক সাথে কাজ করছে



প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ দক্ষতার সাথে কাজ করছে। ভোলায় কোন জঙ্গি ও সন্ত্রাসী নেই। আছে শুধু মাদক। ভোলার পুলিশ এবং জনগণ জঙ্গি, সন্ত্রাস ও মাধকের বিরুদ্ধে এক সাথে কাজ করছেন।

তিনি পুলিশের প্রশংসা করে বলেন, ঢাকার হলি আর্টিসান রেস্তোরায় সন্ত্রাসী হামলার পর আমি বিদেশীদের সাথে বৈঠক করেছি তারা আমাকে বলেছিল আমাদের নিরাপত্তা কোথায়। আমি তাদের আশ^স্ত করেছিলাম আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আদের দক্ষতা দিয়ে প্রমাণ করবে আপনারা নিরাপদেই থাকবেন। আমার সেই কথা আজ সত্যি হয়েছে। বাংলাদেশ পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমনে করতে পেরেছেন। শনিবার দুপুর ২ টায় জেলা পুলিশের আয়োজনে ভোলা সরকারি স্কুল মাঠে ভোলায় কমিউনিটি পুলিশিং ও জঙ্গি সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্যে আইজি এ কে এম শহীদুল হক বলেন, পুলিশ কোন দলের নয়। পুলিশ রাষ্ট্রের এবং জনগণের। পুলিশকে কোন দল বা গোষ্ঠী তাদের নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। দেশে কোন সময় পুলিশকে লক্ষ করে হত্যা করা হয়নি। ২০১৩ সালে বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে গিয়ে লক্ষ করে ১৮ জন পুলিশ হত্যা, ৩০০ পুলিশ পঙ্গু ও ৩ হাজারের বেশি পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। একটি গোষ্ঠীর লক্ষ ছিলো দেশের পুলিশকে দুর্বল করা। এতোগুলো পুলিশ হত্যা করা হলো কোন রাজনৈতিক দল বৃবরিতি দেয়নি।

পুলিলশ প্রধান আরো বলেন, পুলিশ জঙ্গি দমনে একশনে গেলে একটি মহল পুলিশের সমলোচনা করেন। কেন তাদের জীবীত গ্রেফতার করা হয়নি। জঙ্গিরাতো সব সময় অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশকে আক্রমন করলে পুলিশ বাধ্য হয়ে আক্রমন করে।  তারাই দেশে জঙ্গিদের মদদ দিচ্ছেন। এসময় জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কমিটিকে সকল প্রকার সহযোগী করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।  ভোলা জেলা  কমিউনিটি পুলিশিং এর আহবায়ক শফিকুল ইসলাম সভাপতিত্ব বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সরক্ষিত সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম, বাংলাদেশ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আ. এমিন টুল, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামনি মনির, সদর উপজেলা চেয়ারশ্যান, মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, কাচিয়া ইউপি চেয়ারম্যান নকিব প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।