Sunday, October 9, 2016

পূজার সম​য় মসজিদের মাইক বন্ধ রাখার দাবি গনজাগরন মঞ্চের মাহমুদুল হক মুনশির!



পূজার সম​য় মসজিদের মাইক বন্ধ রাখার দাবি গনজাগরন মঞ্চের মাহমুদুল হক মুনশির!




পূজার সম​য় মসজিদের মাইক বন্ধ রাখার দাবি জানিয়েছেন গনজাগরন মঞ্চের মাহমুদুল হক মুনশি! 


তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন , “আজানের সময় পূজা বন্ধ রাখতে হলে পূজার সময় মসজিদের মাইকও বন্ধ রাখতে হবে। মোসলমানের সময় ষোলকলা আর হিন্দুর বেলায় কাঁচকলা? শান্তির ধর্ম না গায়ের জোরের ধর্ম? ”



উল্লেখ্য, মাহমুদুল হক মুনশি বাংলাদেশ ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এবং শাহবাগের গনজাগরন মঞ্চের অন্যতম সংগঠক।