Saturday, October 8, 2016

লালমোহনে জ্বিনের বাদশা আটক


ভোলার লালমোহনে একাধিক মামলার আসামী জ্বিনের বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে লালমোহন থানায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বাবুল ওরপে জ্বিন বাবুলকে লেছছকিনা গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে আটক করে এএসআই সুবলসহ সঙ্গীয় ফোর্স কনস্টেবল জসিম। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, লালমোহন  কালমা ইউনিয়নের লেছছকিনা গ্রামের মৃত আব্দুল ওহাব (আহদ আলীর) ছেলে বাবুল ওরপে জ্বিন বাবুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণা ও মামলা দিয়ে সাধারন মানুষকে হয়রানী করে আসছে।
তার বিরুদ্ধে লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের জিআর ৬৯/১৫, ২৬২/১৩ এবং চট্টগ্রাম, ঢাকা ও মনপুরা থানায় মামলায় ওয়ারেন্ট রয়েছে।