Sunday, October 30, 2016

ডঃ জাকির নায়েকের পিতা, ডঃ আব্দুল কারিম নায়েক ইন্তেকাল করেন


ডঃ জাকির নায়েকের পিতা, ডঃ আব্দুল কারিম নায়েক কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে আজ রাতের শেষ-ভাগ ৩ঃ৩০-এ ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি'উন।
(নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো)

তাঁর জানাযাহ নারিয়াল ওয়াদি মাসজিদ অ্যান্ড কাব্রিস্তান-এ পড়ানো হয়েছে। তাঁর লাশ-ও একই জায়গায়ে দাফন করা হয়েছে।
আল্লাহ (সুবহানাহু ওয়াতা'য়ালা) তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, জীবনের সকল গুনাহ মাফ করে দিক এবং তাঁর পরিবারের সবাইকে সবর দান করুক। 
আমীন সুম্মা আমীন।


Dr Zakir Naik's father, Dr Abdul Karim Naik passed away early in the morning at about 3:30 am, after having a Cardiac Arrest.
Inna lillahi wa inna ilaihi raji`oon.
(Indeed we belong to Allah , and indeed to Him we will return)

His janazah was held at Nariyal Wadi Masjid & Kabristan. His body was also buried at the same place.
May Allah (subHanahu waTa`ala) grant him Jannatul Firdaus, forgive all his sins, and grant patience to his family. Ameen Summa Ameen.



A video of Dr Abdul Karim Naik