মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে।
শনিবার ভোররাতে ডাকাতরা নিজামপুরে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার সময় এই বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্যও আহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ বলেন, ফেনী থেকে র্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা।
“ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র্যাব সদস্যরাও গুলি চালায়।”
কিছু ক্ষণ গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে তিনজনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় র্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা মিফতাহ জানান।