Saturday, October 1, 2016

পাকিস্তান তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন তাই করবে: নওয়াজ



পাকিস্তান তার সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বিধানের জন্য যা কিছু করা দরকার তার সবই করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার দেশটির মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠকে তিনি এ ঘোষণা দেন। খবর ডনের। 

নওয়াজ শরিফ বলেন, আমরা সবাই আমাদের মাতৃভূমিকে যে কোন আগ্রাসনের হাত থেকে বাঁচাতে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের হামলার বিষয়ে জরুরি আলোচনার জন্য শুক্রবার পকিস্তানের মন্ত্রিপরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

মন্ত্রিরিষদের বৈঠকে ভারতীয় সেনাদের আগ্রসন রোখে দেয়া জন্য পাকিস্তানী সেনাদের বীর হিসেবে আখ্যায়িত করা হয়।