“কোনো স্বপ্নই বিরাট নয়, কোনো চ্যালেঞ্জই অসম্ভব নয়। এখন থেকে আমেরিকা সেরাটাই চাইবে।
“বড়, দৃঢ়, আর সাহসী যে স্বপ্ন, যে লক্ষ্য আমাদের দেশের রয়েছে। আমাদের তা অর্জন করতেই হবে।
“আমেরিকাকে আমি সব সময় শীর্ষে রাখব।”
ট্রাম্প আশা করছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশের সম্পর্ক ‘খুব, খুবই ভালো’ থাকবে।
বেলা ১টা ৪৭ (বিবিসি)
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্ক হিলটন হোটেলে সমর্থকদের সামনে উপস্থিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
বেলা ১টা ৪০ (সিএনএন)
সিএনএন এর প্রতিবেদক ডানা বাশ জানিয়েছেন, ডেনাল্ড ট্রাম্পকে ফোন করে হার স্বীকার করে নিয়েছেন হিলারি ক্লিনটন।
বেলা ১টা ৩৩ (এপি)
এপির টুইট: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত
বেলা ১টা ৩০ (সিএনএন)
উইসকনসিনের ১০ ইলেকটোরাল ভোট রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের পকেটে।
বেলা ১টা ৫ (বিবিসি)
ডেমোক্রেট প্রার্থীর ক্যাম্পেইন ম্যানেজার জন পডেস্টা জাভিটস সেন্টারে এসে জড়ো হওয়া সমর্থকদের বললেন, এখনই হার মানছেন না তারা। হিলারি ক্লিনটন আজ রাতে কোনো কথাও বলবেন না।
“তোমরা বাড়ি ফিরে যাও, খানিকটা ঘুমিয়ে নাও। কাল আমাদের কাছে বলার মত আরও কিছু থাকবে।”
বেলা ১২টা ৫১ (বিবিসি)
হিলারি ক্লিনটনের খবর সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত প্রতিবেদকরা জানাচ্ছেন, হোটেল থেকে বের হননি এই ডেমোক্রেট প্রার্থী। তার ক্যাম্পেইন ম্যানেজার জন পডেস্টা যাচ্ছেন হিলারি সমর্থকদের মাঝে।
বেলা ১২টা ৪৯ (বিবিসি)
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাফল্যে মেক্সিকোর মুদ্রা পেসোর বড় দরপতনের পর সংবাদ সম্মেলন ডেকেছেন দেশটির অর্থমন্ত্রী হোসে আন্তোনিও মিয়াদে।
বেলা ১২টা ৪৫ (রয়টার্স)
হোয়াইট হাউসের সামনে ট্রাম্প সমর্থকদের উল্লাস
বেলা ১২টা ৪৪ (ওয়াশিংটন পোস্ট)
হিলারি ২১৫-২৬৪ ট্রাম্প
বেলা ১২টা ৪০ (সিএনএন)
আলাস্কার ৩টি ইলেকটোরাল ভোট পাচ্ছেন ট্রাম্প।
আলাস্কার ৩টি ইলেকটোরাল ভোট পাচ্ছেন ট্রাম্প।
বেলা ১২টা ৩৯ (এপি)
২০ ভোটের পেনসিলভানিয়ায় জয় পাচ্ছেন ট্রাম্প
২০ ভোটের পেনসিলভানিয়ায় জয় পাচ্ছেন ট্রাম্প
বেলা ১২টা ২৯ (সিএনএন)
ভোটের মানচিত্রে সর্বশেষ:
বেলা ১২টা ১০ (বিবিসি)
নিউ ইয়র্কে হিলারি ক্লিনটনের সমর্থক আলেক্সা ভারসায়েস্কি ফাইভ লাইভকে বলেছেন, নির্বাচনে ট্রাম্পের সাফল্য তাকে যুক্তরজ্যে ব্রেক্সিট ভোটের কথা মনে করিয়ে দিচ্ছে।
বেলা ১২টা ৮
রয়টার্স থেকে এক নজরে: কোন রাজ্যে কার কত ভোট
ট্রাম্প জিতেছেন: টেক্সাস ৩৮টি; ফ্লোরিডায় ২৯টি; আইডাহোতে ৪টি, আইওয়াতে ৬টি, ইন্ডিয়ানায় ১১টি, ওহাইওতে ১৮টি, ইউটায় ৬টি, কানসাসে ৬টি, মিসৌরিতে ১০টি, কেন্টাকিতে ৮টি, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫টি, টেনেসিতে ১১টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, লুইজিয়ানায় ৮টি, মিসিসিপিতে ৬টি, আলাবামায় ৯টি, জর্জিয়ায় ১৬টি, সাউথ ক্যারোলাইনায় ৯টি, মন্টানায় ৩টি, নর্থ ডাকোটায় ৩টি, ওয়াইওমিংয়ে ৩টি, সাউথ ডাকোটায় ৩টি, ওকলাহোমায় ৭টি, আরকানস’তে ৬টি
হিলারি জিতেছেন: ক্যালিফোর্নিয়ায় ৫৫টি, নিউ ইয়র্কে ২৯টি; ইলিনয়ে ২০টি, ওয়াশিংটনে ১২টি, ওয়াশিংটনে ডিসিতে ৩টি, ম্যাসাচুসেটসে ১১টি, রোড আইল্যান্ডে ৪টি, কানেটিকাটে ৭টি, নিউ জার্সিতে ১৪টি, মেরিল্যান্ডে ১০টি, ওরিগনে ৭টি, নেভাদায় ৬টি, কলোরাডোতে ৯টি, ভার্জিনিয়ায় ১৩টি, নিউ মেক্সিকোতে ৫টি, হাওয়াইতে ৪টি, ভারমন্টে ৩টি, ডেলাওয়ারে ৩টি
বেলা ১২টা ৪ (বিবিসি)
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গত ছয় বছরের আধিপত্য ধরে রেখেছে রিপাবলিকানরা। ভোট গণনা এখনও শেষ হয়নি, তবে ইতোমধ্যে ২১৮টি আসন নিশ্চিত করেছে ট্রাম্পের দল।
বেলা ১১টা ৫১ (রয়টার্স)
ভোটের মানচিত্রে সর্বশেষ:
বেলা ১১টা ৪৪ (রয়টার্স)
রেকর্ড করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট বারাক ওবামা: সকালে মিলবে সূর্যের দেখা
ভোটারদের প্রতি তার পরামর্শ: নিজেদের ডেমোক্রেট আর রিপাবলিকান হিসেবে নয়, দেখুন আমেরিকার সহনাগরিক হিসেবে।
বেলা ১১টা ৩৫ (বিবিসি)
ট্রাম্প টাওয়ার থেকে হিলটন হোটেলে রিপাবলিকান পার্টির নির্বাচনী হেডকোয়ার্টারের পথে ট্রাম্প। জয় উদযাপনের প্রস্তুতি।
বেলা ১১টা ৩৪ (সিএনএন)
নেভাডার ৬টি ইলেকটোরাল ভোট পাচ্ছেন হিলারি।
নেভাডার ৬টি ইলেকটোরাল ভোট পাচ্ছেন হিলারি।
সকাল ১১টা ১৯ (বিবিসি)
ডোনাল্ড ট্রাম্পের জয়ের আভাসে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
ইয়েনের বিপরীতে ডলারের দর পড়েছে ৩ দশমিক ১ শতাংশ
সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দর ১ দশমিক ৮ শতাংশ পড়েছে
সূচক পতন হয়েছে নিউ ইয়র্কের শেয়ার বাজারে।
সকাল ১১টা ০৬ (এপি, সিএনএন)
বার্তা সংস্থা এপি ও সিএনএন এর হিসাব অনুযায়ী ৬ ইলেকটোরাল ভোটের রাজ্য আইওয়াতে ডোনাল্ড ট্রাম্প জয়ী হচ্ছেন।
বার্তা সংস্থা এপি ও সিএনএন এর হিসাব অনুযায়ী ৬ ইলেকটোরাল ভোটের রাজ্য আইওয়াতে ডোনাল্ড ট্রাম্প জয়ী হচ্ছেন।
সকাল ১০টা ৫৮ (সিএনএন)
নিউ ইয়র্কেই ট্রাম্পের হেডকোয়ার্টারে চলছে ‘প্রেসিডেন্ট ট্রাম্প’ স্লোগান।
নিউ ইয়র্কেই ট্রাম্পের হেডকোয়ার্টারে চলছে ‘প্রেসিডেন্ট ট্রাম্প’ স্লোগান।
সকাল ১০টা ৫৩ (রয়টার্স)
ট্রাম্পের জয়ের সম্ভাবনায় অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম আর বুকমেকারদের ব্যবসা জমে উঠেছে।
সকাল ১০টা ৪৬ (রয়টার্স)
ম্যানহাটনে হতাশা ঘিরে ধরেছে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থকদের।
সকাল ১০টা ৪৫ (রয়টার্স)
এপি ও ফক্স নিউজের হিসাবে ১৬ ভোটের জর্জিয়ায় জয় পাচ্ছেন ট্রাম্প।
সকাল ১০টা ৪০ (রয়টার্স)
হিলারি ২০৯-২৪০ ট্রাম্প
হিলারি ২০৯-২৪০ ট্রাম্প
সকাল ১০টা ৪০ (বিবিসি)
২৯ ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ ফ্লোরিডা এবং ৬ ভোটের ইউটায় ট্রাম্পের জয়ের পূর্বাভাস। ১২ ভোটের ওয়াশিংটন যাচ্ছে হিলারির হাতে।
সকাল ১০টা ৩৬ (এপি)
এপির হিসেব অনুযায়ী, ১৬ ইলেকটোরাল ভোটের রাজ্য জর্জিয়ায় জয়ী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
এপির হিসেব অনুযায়ী, ১৬ ইলেকটোরাল ভোটের রাজ্য জর্জিয়ায় জয়ী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
সকাল ১০টা ১৬ (রয়টার্স)
হিলারি ২০৯-২১৮ ট্রাম্প
সকাল ১০টা ১৬ (সিএনএন)
সিএনএন এর পূর্বাভাসে ওরেগনে হিলারি ও নেব্রাস্কায় ট্রাম্প জয় পচ্ছেন।
সিএনএন এর পূর্বাভাসে ওরেগনে হিলারি ও নেব্রাস্কায় ট্রাম্প জয় পচ্ছেন।
সকাল ১০টা ৮ (সিএনএন)
সিএনএন এর হিসাব অনুযায়ী ১৫টি ইলেকটোরাল ভোটের ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনায় জয় পাচ্ছেন ট্রাম্প।
সিএনএন এর হিসাব অনুযায়ী ১৫টি ইলেকটোরাল ভোটের ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনায় জয় পাচ্ছেন ট্রাম্প।
সকাল ৯টা ৫৯
ভোটের টালি ঘুরল
বিবিসিতে ইলেকটোরাল ভোটের ফলের সর্বশেষ: হিলারি ১৯০-১৮৭ ট্রাম্প
সকাল ৯টা ৫৯ (সিএনএন)
সিএনএন এর পূর্বাভাসে সবচেয়ে বেশি ইলেক্টরাল ভোটের রাজ্য
সিএনএন এর পূর্বাভাসে সবচেয়ে বেশি ইলেক্টরাল ভোটের রাজ্য
ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ে হিলারি এবং আইডাহোতে ট্রাম্প জয়ী।
সকাল ৯টা ৫২ (এপি)
এপির পূর্বাভাসে ২৯ ইলেকটোরাল ভোটের ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডায় জয় পাচ্ছেন ট্রাম্প।
এপির পূর্বাভাসে ২৯ ইলেকটোরাল ভোটের ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডায় জয় পাচ্ছেন ট্রাম্প।
সকাল ৯টা ৪৯ (বিবিসি)
যুক্তরাষ্ট্রের ভোটের ফলের দিকে তাকিয়ে মেক্সিকোও। জয়ী হলে সীমান্তে দেয়াল তুলে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ভোটের টালিতে তিনিই এগিয়ে। এই খবরে মোক্সিকোর মুদ্রা পেসোর মান পড়ে গেছে ১০ শতাংশ। ১৯৯৪ সালের পর সবচেয়ে বড় পতন।
সকাল ৯টা ৪২ (বিবিসি)
এবিসির পূর্বাভাস বলছে, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড কলোরাডো পাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি। ৯ ইলেকটোরাল ভোটের এই রাজ্য প্রায় ৩০ বছর রিপাবলিকানদের হাতে থাকার পর ২০০৮ ও ২০১২ সালে বারাক ওবামাকে সমর্থন দিয়েছে।
সকাল ৯টা ৩৪ (বিবিসি)
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের পূর্বাভাস বলছে, দ্যোদুল্যমান রাজ্য ভার্জিনিয়ায় জয়ের পথে হিলারি।
এই রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ১৩টি।
সকাল ৯টা ৩১ (বিবিসি)
পূর্বাভাসে ট্রাম্প এগিয়ে থাকায় শঙ্কা তৈরি হয়েছে এশিয়ার শেয়ার বাজারে। সিঙ্গাপুর, তাইওয়ান, হংকংয়ে স্টক মার্কেটে সূচক পতন।
সকাল ৯টা ২৫ (সিএনএন)
সিএনএন এর পূর্বাভাসে গুরুত্বপূর্ণ রাজ্য ওহাইওতে ডোনাল্ড ট্রাম্প জয়ের পথে।
এই রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ১৮টি। ১৯৬০ সালের পর থেকে কোনো রিপাবলিকান প্রার্থী ওহাইও ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি।
সকাল ৯টা ২০ (সিএনএন)
কোন রাজ্যের ভোটের ফলের কী পূর্বাভাস, সর্বশেষ ম্যাপ
সকাল ৮টা ৫৫ (বিবিসি)
ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলের অপেক্ষা।
নিউ ইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যমের পূর্বাভাসে ট্রাম্প জয়ের পথে আছেন বলেই মনে হচ্ছে। তবে মনে রাখতে হবে, দ্যোদুল্যমান রাজ্যগুলোর ভোটের ফল এখনও আসতে বাকি। হয়তো সেই ফলই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দেবে।
ওহাইও, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা আর নর্থ ক্যারোলাইনায় ভোটের রণাঙ্গণে চলছে হড্ডাহাড্ডি লড়াই।
সকাল ৮টা ৫২
ডোনাল্ড ট্রাম্পের টুইট
সকাল ৮টা ১৪ (রয়টার্স)
হিলারি শিবিরে নীরবতা।
কোনো উচ্ছ্বাস নেই।
শত শত সমর্থকের দৃষ্টি নিবদ্ধ জায়ান্ট স্ক্রিনের দিকে।
সকাল ৮টা ১৪ (রয়টার্স)
ম্যানহাটনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থক শিবিরে টেনশন।
সকাল ৮টা (বিবিসি)
আরও ছয় রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের জয়ের আভাস দিয়েছে এবিসি। নেব্রাস্কাতেও ৫টি ইকেলটোরাল কলেজের মধ্যে ৪টিতে রিপাবলিকান প্রার্থীই এগিয়ে আছেন।
সকাল ৭টা ৩৭ মিনিট (রয়টার্স)
নিউ ইয়র্ক টাইমসের মানচত্রে ফ্লোরিডো পেনহ্যান্ডেলে প্রথামিকভাবে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মেট্রো এলাকায় এগিয়ে আছেন হিলারি ক্লিনটন।
সকাল ৭টা ৩৪ মিনিট (রয়টার্স)
হাইজ অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকছে: এনবিসি
সকাল ৭টা ৩৪ মিনিট (রয়টার্স)
হাইজ অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকছে: এনবিসি
সকাল ৭টা ২৮ মিনিট (বিবিসি)
রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী মার্কো রুবিও ফ্লোরিডার সিনেটর পুনর্নির্বিাচিত
সকাল ৭টা ২৬ মিনিট (বিবিসি)
আলাবামায়ও ট্রাম্পের জয়ের আভাস এবিসি নিউজের
সকাল ৭টা ১৯ মিনিট (বিবিসি)
টেনেসিতে ট্রাম্পের জয়ের আভাস এবিসি নিউজের
এই স্টেটে ইলেকটোরাল ভোট ১১টি
সকাল ৭টা ১৭ মিনিট (রয়টার্স)
ফ্লোরিডায় ট্রাম্প সামান্য এগিয়ে থাকায় মেক্সিকান পেসোর দর পতন
সকাল ৭টা ১৬ মিনিট (বিবিসি)
সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের আভাস দিয়েছে এবিসি নিউজ
এই স্টেটে ইলেকটোরাল ভোট ৯টি
সকাল ৭টা ০০ মিনিট (বিবিসি)
সাত স্টেটে হিলারির জয়ের আভাস এবিসি নিউজের। এগুলো হলো- নিউ জার্সি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ডেলাওয়ার, ইলিনয় ও রোড আইল্যান্ড।
অন্যদিকে মিসিসিপি ও ওকলাহোমায় ট্রাম্পের জয়ের আভাস দিয়েছে তারা।
সকাল ৬টা ৫৭ মিনিট (রয়টার্স)
সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের আভাস ফক্স নিউজের
সকাল ৬টা ৪৫ মিনিট (রয়টার্স)
ফ্লোরিডায় ৫০ শতাংশের বেশি ভোট গণনায় সামান্য এগিয়ে ট্রাম্প
সকাল ৬টা ৩৬ মিনিট (বিবিসি)
নর্থ ক্যারোলাইনার ডারহামের আট কাউন্টিতে ভোটের সময় বাড়ানো হয়েছে। রিপাবলিকান পার্টি বলছে, তারা এর কোনো যৌক্তিক কারণ দেখছে না।
ভোর ৬টা ৩১ মিনিট (সিএনএন)
ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ের পথে ট্রাম্প- এখানে ইলেকটোরাল ভোট ৫টি
সকাল ৬টা ২৮ মিনিট (বিবিসি)
ট্রাম্প শিবির বলছে, পরিকল্পনা অনুযায়ী সব এগোচ্ছে
সকাল ৬টা ০১ মিনিট (রয়টার্স)
ইন্ডিয়ানা ও কেন্টাকিতে জয়ের পথে ট্রাম্প: দুই স্টেটে ইলেকটোরাল ভোট-১৯টি (১১ ও ৮টি)
ভারমন্টে জয় পেতে চলেছেন হিলারি: সেখানে ইলেকটোরাল ভোট-৩টি
ভোট দেওয়ার পর ট্রাম্প কন্যা ইভাঙ্কা- ছবি: টুইটার
ভোর ৫টা ৪৭ মিনিট (সিএনএন)
ইন্ডিয়ানার প্রাথমিক ফল: ডোনাল্ড ট্রাম্প- ৫৩৮১২, হিলারি ক্লিনটন- ২০৯৮৩
ভোর ৫টা ৩৫ মিনিট (সিএনএন)
ক্যালিফোর্নিয়ার আজুসায় একটি কেন্দ্রের কাছে গুলিতে একজন নিহত, আহত তিনজন
ভোর ৫টা ২২ মিনিট (সিএনএন)
ক্যালিফোর্নিয়ার আজুসায় একটি কেন্দ্রের কাছে গুলিতে অন্তত দুজন আহত
ভোর ৫টা ১৪ মিনিট (সিএনএন)
কেন্টাকির প্রাথমিক ফল: ডোনাল্ড ট্রাম্প – ৭৫৩৬, হিলারি ক্লিনটন- ২৬৩১
এ রাজ্যে ইলেকটোরাল ভোট আটটি
রাত ৪টা ৩৯ মিনিট: এবিসির জরিপ হিলারির পক্ষে
# প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে যোগ্য মনে করেন ৫৩ শতাংশ ভোটার, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ৩৭ শতাংশের রায়
# ৫৬ শতাংশ মনে করেন, প্রেসিডেন্টের যে ব্যক্তিত্ব ও মেজাজ থাকতে হয় তা হিলারির আছে; এক্ষেত্রে ট্রাম্পকে সঠিক ব্যক্তি মনে করেন ৩৪ শতাংশ
রাত ৪টা ২৪ মিনিট (সিএনএন)
চাঁদের আলোয় হোয়াইট হাউস; এই বাড়িতে ছিলেন জর্জ বুশ, এখন সেখানে যাওয়ার লড়াইয়ে হিলারি ও ট্রাম্প- ছবি: রয়টার্স
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হিলারিকে ভোট দেওয়ার কথা নাকচ করেছেন তার মুখপাত্র।
রাত ৪টা ১০ মিনিট
সিএনএনের একটি বুথ ফেরত জরিপ বলছে, ভোটাররা প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর যতটা সন্তুষ্ট নতুন কাউকে নিয়ে ততোটা আশাবাদী নন তারা
# ৬২ শতাংশ ভোটার সেপ্টেম্বরের আগেই কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়ে নেন
# ২২ শতাংশ বলছেন, অভিজ্ঞতার জন্য ভোট দিয়েছেন
# ৮০ শতাংশ মনে করেন, ভোট সুষ্ঠুভাবে গণনা হবে
৩টা ৫৪ মিনিট (সিএনএন)
চাপাকুয়ার বাড়ি থেকে বেরিয়ে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের জাভিটস সেন্টার পানে হিলারি; ভোটের ফলাফল দেখবেন সেখানেই
রাত ৩টা ৩৫ মিনিট
ভোটারদের উপর চালানো রয়টার্সের একটি জরিপ প্রকাশ
# ৭২ শতাংশের মত, আমেরিকার অর্থনীতি ধনী ও ক্ষমতাসীনদের হাতে কুক্ষিগত
# ধনী ও ক্ষমতাসীনদের কাছ থেকে দেশের কর্তৃত্ব আনতে শক্তিশালী নেতা চান ৭৫ শতাংশ
# ৬৮ শতাংশ মনে করেন, দল ও রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন না
# ৭৬ শতাংশের মতে, মূলধারার সংবাদ মাধ্যম সত্য বলার চেয়ে টাকা বানানোয় বেশি আগ্রহী
রাত ৩টা ২৮ মিনিট
,
সিএনএনকে উদ্ধৃত করে ট্রাম্পের টুইট- ইউটাহর কর্মকর্তারা বলছেন, ভোটিং মেশিনে গোলমাল হয়েছে গোটা ‘দেশেই’
রাত ৩টা ২০ মিনিট
ট্রাম্পের টুইট- ম্যানহাটানের ট্রাম্প টাওয়ারে বসে পরিবারের সবাইকে নিয়ে ভোটের ফলাফল দেখব, বেশ উত্তেজনাকর!
ট্রাম্পের অবয়বের এই কেক নেওয়া হচ্ছে ট্রাম্প টাওয়ারে, যেখানে ফলের অপেক্ষায় রিপাবলিকান প্রার্থী- ছবি: টুইটার
রাত ২টা ৪০ মিনিট (বিবিসি)
ভোটচিত্রে আশাবাদী হিলারির প্রচার শিবিরের প্রধান জন পডেস্টা; তিনি সাংবাদিকদের বলেছেন, ভালোই মনে হচ্ছে
রাত ২টা ৩ মিনিট (বিবিসি)
লাস ভেগাসে নির্বাচনে অনিয়ম নিয়ে ট্রাম্পশিবিরের অভিযোগ শুনানি শেষে খারিজ করে দিয়েছেন নেভাডার বিচারক
রাত ১টা ৩২ মিনিট (বিবিসি)
ভোট কারচুপির অভিযোগ আবার তুললেন ট্রাম্প। ফক্সনিউজ চ্যানেলকে তিনি বলেছেন, “সিস্টেমটাকে আমাদের স্বচ্ছ রাখতে হবে … নানা দিক থেকেই এটা অস্বচ্ছ।” ভোটের ফল মেনে নেওয়ার বিষয়ে তার বক্তব্য, দেখা যাক কী হয়
স্ত্রী মেলানিয়ার ব্যালটেও নজর ট্রাম্পের- ছবি: রয়টার্স
* সিল মারা ব্যালটের ছবি টুইটারে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে ট্রাম্পপুত্র এরিক ট্রাম্প। বলা হচ্ছে, এর মধ্য দিয়ে নির্বাচনী আইন ভেঙেছেন তিনি; পরে টুইটটি মুছে দেন তিনি
রাত ১টা ১৩ মিনিট (বিবিসি)
ট্রাম্পকে শোচনীয়ভাবে হারাতে ভোটারদের প্রতি বার্নি স্যান্ডার্সের আহ্বান।
ভোট দিচ্ছেন বার্নি স্যান্ডার্স- ছবি: টুইটার
দলীয় মনোনয়ন দৌড়ে হিলারির কাছে হারা মানা সিনেটর স্যান্ডার্স নিজের ভোট দিয়ে এক টুইটে লিখেছেন- ট্রাম্পকে আজ আমরা হারাব এবং শোচনীয়ভাবে হারাব
রাত ১২টা ৪২ মিনিট (সিএনএন)
পাঁচ রাজ্য কলোরাডো, ভার্জিনিয়া, জর্জিয়া, ওহাইয়ো, উইসকনসিনে ভোটের হার প্রকাশ; জর্জিয়ায় আগাম ভোটের হার ইতিহাসে সর্বোচ্চ; বাকি চারটিতেও ‘ভালো’
রাত ১২টা ১৪ মিনিট (সিএনএন)
যথাযথভাবে কাজ না করায় ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টিতে দুই ভোটকর্মী বরখাস্ত
রাত ১২টা ৯ মিনিট (সিএনএন)
ভোটের গতিচিত্রে হিলারির ভালো সম্ভাবনা দেখছেন ফার্স্টলেডি মিশেল ওবামা
রাত ১২টা ৫ মিনিট:
ভোটারদের কেন্দ্রমুখী হতে আহ্বান জানিয়ে ট্রাম্পের টুইট- আমাদের আপনার ভোট প্রয়োজন, ভোট কেন্দ্রে যান, আন্দোলন চালিয়ে যান
রাত ১১টা ৪৪ মিনিট (সিএনএন)
রুশ দূতাবাস দাবি করেছে, ভোটকেন্দ্র থেকে দূরে থাকতে রাশিয়ার কূটনীতিকদের নির্দেশ দেয় এফবিআই
প্রচারাভিযানের সময় হিলারি শিবির থেকে অভিযোগ করা হয়েছিল, ট্রাম্পকে জেতাতে রাশিয়া নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে
রাত ১১টা ২৮ (বিবিসি)
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, হিলারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বিশ্বে নেতৃত্বে লিঙ্গ সমতায় একধাপ অগ্রগতি আসবে
রাত ১১টা ১২ মিনিট (রয়টার্স)
নেভাডার লাস ভেগাসে নির্বাচনে অনিয়মের অভিযোগ দায়ের ট্রাম্প শিবিরের। তাদের অভিযোগ, গত সপ্তাহে সময় শেষের দুই ঘণ্টা পরও ভোটগ্রহণ করা হয় ডেমোক্রেটদের প্রতি পক্ষপাতের কারণে
রাত ১১টা ৬ মিনিট (বিবিসি)
ভোট দিতে আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার টুইট
রাত ১০টা ৫০ মিনিট (সিএনএন)
ভোট দিয়েছেন ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স। ইন্ডিয়ানার এই গভর্নর তার বাসভবনের কাছেই একটি কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়ার আগে মেয়েকে নিয়ে বাইক রাইডে মাইক পেন্স, ছবি টুইটারেও তুলেছেন তিনি
ভোট দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কারেন ও মেয়ে শার্লট। নিজের কেন্দ্র কোনটি, তা স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে হয়েছে তাকে
রাত ১০টা ২২ মিনিট (বিবিসি)
ভোট দেওয়ার পর কারচুপির শঙ্কা আবার প্রকাশ করেছেন ট্রাম্প। ভোটারদের উদ্দেশে তিনি আবার বলেছেন, যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যান
রাত ১০টা (রয়টার্স)
নিউইয়র্ক সিটির ম্যানহাটানের পিএস৫৭ কেন্দ্রে ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া। প্রতিদ্বন্দ্বী হিলারির দুই ঘণ্টা পর ভোট দিলেন তিনি। তার সঙ্গে মেয়ে ইভাংকা ও জামাতাও ছিলেন
ভোট দিচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া- ছবি: রয়টার্স
ট্রাম্প ভোট দিতে যাওয়ার সময় নিরাপত্তার শঙ্কা থেকে ট্রাম্প টাওয়ার সংলগ্ন সড়ক আটকে রাখেন নিরাপত্তা রক্ষীরা। ট্রাম্প ভোট দিতে যাওয়ার আগে ওই কেন্দ্রে দুই নারী অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছিল
* বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউ ইয়র্ক প্রতিনিধি বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, ব্রঙ্কস, ওজোনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখেছেন।
নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত পোলিং এজেন্ট- ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নিউ ইয়র্কের কুইন্সে ভোট দিতে দীর্ঘ লাইন, এই এলাকায় অনেক বাংলাদেশির বাস- ছবি: রয়টার্স
* আলাস্কায় তুষারপাত, ক্যানসাসসহ মধ্য-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে বৃষ্টিপাত হলেও অন্য সব রাজ্যে আবহাওয়া ভালো
তথ্য কণিকা
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩২ কোটি ৫০ লাখ ৮৫ হাজার। এর মধ্যে পুরুষ ১৬ কোটি ৪ লাখ ৮৬ হাজার ২২৯ এবং নারী ১৬ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৫৭২ জন।
মোট জনসংখ্যার মধ্যে ভোটার হওয়ার যোগ্য ২১ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার হলেও এবার ভোটার তালিকাভুক্ত হন ১৪ কোটি ৬৩ লাখ ১১ হাজার। আগাম ভোট দিয়েছেন ৪ লাখ ৬০ হাজার জন।
ভোটার না হওয়ার পাশাপাশি হয়েও ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে দেশটিতে। গত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের হার ছিল অর্ধেকের সামান্য বেশি ৫৭.৫%। সেকারণে প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে যাওয়ার উপর বেশ গুরুত্ব দেন।
রয়টার্স
ভোটের ফল নিয়ে ফাইভ থার্টিএইটের আভাস, হিলারির জয়ের সম্ভাবনা ৭১ শতাংশ
রাত ৮টা ৪৬ মিনিট
হিলারিকন্যা চেলসির টুইট- মা ও তার প্রচারাভিযান নিয়ে এর বেশি গর্বের কিছু হতে পারে না, এ দিনটি হোক তারই
চেলসি ক্লিনটনের টুইট
ট্রাম্পের ভোটকেন্দ্রে এই ঘটনার পর ওই দুই নারী গ্রেপ্তার
সন্ধ্যা ৭টা ৩৭ মিনিট (সিএনএন)
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ভোট দিলেন উইলমিংটনের আলেক্সিস ডুপন্ট হাই স্কুল কেন্দ্রে, সঙ্গে ছিলেন স্ত্রী
ভোট কেন্দ্রে সস্ত্রীক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন- ছবি: টুইটার
সন্ধ্যা ৭টা ৬ মিনিট (সিএনএন)
নিউ ইয়র্কের চাপাকুয়ায় ভোট দিলেন হিলারি, তার সঙ্গে ভোট দিলেন বিল ক্লিনটনও। ভোট দিয়ে বেরিয়ে হিলারি বললেন, তিনি ভীষণ খুশি
বিবিসি
ভোটের সকালে হিলারির টুইট- বসে থাকবেন না কেউ, ভোট দিতে যান
ভোট দিচ্ছেন হিলারি ক্লিনটন- ছবি: রয়টার্স
ভোট দিয়ে স্বামীর সঙ্গে বেরিয়ে আসছেন হিলারি ক্লিনটন- ছবি: রয়টার্স
শৈশবে এমনই ছিলেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প; দুই প্রার্থীর প্রচার শিবির থেকে এই ছবি এসেছে গণমাধ্যমে
বিকাল ৬টা ৩৬ মিনিট (সিএনএন)
ভোটের সকালে ট্রাম্পের প্রথম টুইট- আজ আমরা আবার যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠ আসনে নেব!
ট্রাম্পের টুইট
ভোট দিয়ে ট্রাম্পপুত্র এরিক ট্রাম্পের টুইট- বাবাকে ভোট দিতে পারা আমার জন্য বিশাল সম্মানের
* হিলারির পক্ষে ভোট চেয়ে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ট্রাম্প জিতলে বিশ্ব ঝুঁকিতে পড়বে
* অন্যদিকে ট্রাম্প বলছেন, বিভক্ত যুক্তরাষ্ট্রকে জোড়া লাগাতে নাগরিকদের জন্য তিনিই শেষ সুযোগ
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প- ছবি: রয়টার্স
* দোদুল্যমান ভোটারের রাজ্যগুলোই ফলের নির্ণায়ক হিসেবে মনে করা হচ্ছে। সেজন্য দুই প্রার্থীই শেষ প্রচারে চষে বেড়িয়েছেন এই ‘ব্যাটল গ্রাউন্ডগুলোতে’। এসব রাজ্যগুলো হল অ্যারিজোনা, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিন
রয়টার্স
রয়টার্স-ইপসসের জরিপ বলছে, হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ
* ইলেকটোরাল কলেজে ম্যাজিক নম্বর ২৭০ ই নির্ধারণ করে দেবে, কে যাচ্ছেন হোয়াইট হাউজে
* অভিবাসন, অস্ত্র নিয়ন্ত্রণ, গর্ভপাত, জলবায়ু পরিবর্তন বিষয়ে নীতি নিয়ে মুখোমুখি অবস্থানহিলারি-ট্রাম্পের
* পাল্টাপাল্টি প্রচারে এবারের ভোটের মাঠ শুরু থেকেই ছিল সরগরম; দুই প্রধান প্রার্থীর প্রচার অনেক সময়ই অশ্লীলতায় গিয়ে ঠেকেছিল, পরস্পরের নানা বিতর্কিত ঘটনা উঠে এসেছিল প্রচারে
বিকাল ৫টা (বিবিসি)
ভার্জিনিয়ায় ভোট দিতে কেন্দ্রে টিম কেইন- ছবি: রয়টার্স
ভার্জিনিয়ায় ভোট দিতে কেন্দ্রে গেলেন হিলারির রানিংমেট টিম কেইন
সিএনএন
নিউ হ্যাম্পশায়ারের তিন কেন্দ্রের ভোটে এগিয়ে আছেন ট্রাম্প
বিকাল ৩টা ৩১ (সিএনএন)
প্রচারাভিযান শেষে নিউ ইয়র্কে ফিরেছেন হিলারি
পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া এয়ারপোর্টে স্বামী বিল ক্লিনটনের সঙ্গে হিলারি- ছবি: রয়টার্স
বিকাল ৩টা ২১ (সিএনএন)
প্রচার শেষে নিউ ইয়র্কে ফিরেছেন ট্রাম্প
* গোটা রাজ্যের ভোটের ফল আসতে শুরু করবে বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা থেকে
ফিলাডেলফিয়ায় শেষ সমাবেশে হিলারি ক্নিনটন- ছবি: রয়টার্স
* হিলারি নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট
* ভোটারদের ভোটে ৫৩৮টি ইলেকটোরাল প্রতিনিধি নির্বাচিত হবেন, তাদের মধ্যে ২৭০ জনের ভোট হিলারি পেলে তিনি হবেন প্রেসিডেন্ট, ট্রাম্প পেলে তিনিই যাবেন হোয়াইট হাউজে
নিউ হ্যাম্পশায়ারে শেষ প্রচারে সপরিবারে ডোনাল্ড ট্রাম্প- ছবি: রয়টার্স
* ট্রাম্প জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট, তার রানিংমেট মাইক পেন্স
ইলেকটোরাল কলেজের নির্বাচিতরা দল থেকে আগেই মনোনীত থাকেন বলে তাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার ঘটনা বিরল; যদিও কিছু রাজ্যে ইলেকটোরাল কলেজে নির্বাচিতদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রয়েছে
ইলেকটোরাল কলেজে সবচেয়ে বেশি ভোট ক্যালিফোর্নিয়ায় ৫৫টি, এরপরে টেক্সাসে রয়েছে ৩৮টি, নিউ ইয়র্কে ২৯টি
* ৫০টি রাজ্যে সাড়ে ১৪ কোটি ভোটারের ভোটে নির্বাচিত হবেন বারাক ওবামার উত্তরসূরি
* প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১০০ আসনের সিনেটের ৩৪টি আসন এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেও নির্বাচন হচ্ছে
নিউ হ্যাম্পশায়ারে ভোটগ্রহণ - ছবি: রয়টার্স
* শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প
[এখানে বাংলাদেশের স্থানীয় সময় ব্যবহার করা হয়েছে। তথ্যের উৎস রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম]