Thursday, November 3, 2016

রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ


ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে মঙ্গলবার দুইবার আটক করেছে পুলিশ। ন্যায্য পেনশন নীতির দাবিতে বিষপান করে আত্মহত্যা করা সেনাসদস্য রামকৃষ্ণ গ্রেওয়ালের পরিবারের সঙ্গে সাক্ষাত করতে গেলে তাকে আটক করা হয়।

এর মধ্যে দুপুরে একবার এবং সন্ধ্যা আরো একবার তাকে আটক করে পুলিশ। এক র‌্যাঙ্ক এক পেনশন (ওআরওপি) নীতির দাবিতে মঙ্গলবার সরকারি একটি ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করেন গ্রেওয়াল। তার এই মৃত্যুর ঘটনায় ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।    

বর্তমানে ভারতের যেসব সেনাসদস্যরা অবসরে যাচ্ছেন তারা আগের অবসর নেয়া সেনাদের সমান র‌্যাংকে সমান সময় থেকেও বেশি টাকা পাচ্ছেন। ওআরওপি প্রোগ্রামের বাস্তবায়িত হলে সবাই সমান পেনশন পাবে। সরকার গত বছর এই পলিসি অনুমোদন করলেও সেটি বাস্তবায়িত হয়নি।  

গ্রেওয়ালের পরিবারের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলে প্রথম রাহুল গান্ধীকে আটক করা হয় এবং ছেড়েও দেয়া হয়। এরপর কর্তৃপক্ষ অন্য একটি হাসপাতালে গ্রেওয়ালের দেহ নিয়ে গেলে রাহুল আবারো দেখা করতে যান এবং সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রথমবার আটক হওয়ার পরে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে রাহুল গ্রেওয়ালের ছেলেকে আটক করার জন্য পুলিশ ও মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আপনাদের কী কোনো লজ্জা নেই? কীভাবে নিজের অধিকারের জন্য প্রতিবাদ করা একজন সাবেক সেনাসদস্যের সন্তানকে আটক করা আপনারা সমর্থন করেন?

সন্ধ্যায় একটি ভিডিও শেয়ার করে যেখানে গ্রেওয়ালের সন্তান দাবি করছেন, পুলিশ তাকে প্রহার করেছে। দিল্লি পুলিশ টুইট করে জানিয়েছে, বিরোধী দলের নেতারা সরে যাওয়ার নির্দেশ দেয়ার পরেও সেটা না মানায় হাসপাতালের কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয় সেজন্য তারা অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। এনডিটিভি।