মিয়ানমারের এক খনি থেকে ১৭৫ টন ওজনের একটি জেড পাথর উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ১৮ ফুট দৈর্ঘ্যর এই পাথরের দাম হতে পারে ১৪০ মিলিয়ন পাউন্ড।
মিয়ানমারের কাচিন রাজ্যের একটি খনিতে মূল্যবান পাথর খুঁজতে গিয়ে এই পাথরের সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া পাথরটি ৯ ফুট উঁচু ও ১৮ ফুট চওড়া। জেড পাথরটির ওজন ১৭৫ টন। ওজনে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জেড পাথর। পৃথিবীর সবচেয়ে বড় জেড পাথর চীনের বৌদ্ধ প্যালেসে অবস্থিত যার ওজন ২৬০ টন।
মিয়ানমারে বিশ্বের সর্ববৃহৎ জেড পাথরের সরবরাহক এবং এই শিল্প থেকে বছরে ৫০ বিলিয়ন ডলার আয় করে দেশটি। উদ্ধার হওয়া পাথরটি চীনে পাঠানো হবে, সেখানে এই পাথর ভেঙ্গে দামি অলংকার ও ভাস্কর্য নির্মাণ করা হবে। টেলিগ্রাফ।