Saturday, October 1, 2016

চীনে গবেষণাগার বানাচ্ছে অ্যাপল


হার্ডওয়্যারসহ উন্নত প্রযুক্তি উদ্ভাবনে সাড়ে চার কোটি মার্কিন ডলার খরচ করে চীনের বেইজিংয়ে একটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের মূল পণ্য আইফোন চীনের বিভিন্ন কারখানায় তৈরি হয়।
বাজার গবেষকেরা বলছেন, চীনের বাজারে আইফোনের বাজার পড়ে গেছে। বাজারে অবস্থান শক্ত করতে চীনে এটাই অ্যাপলের এ ধরনের প্রথম উদ্যোগ।

অ্যাপলের গবেষণা কেন্দ্রটি হবে বেইজিংয়ের সিলিকন ভ্যালিখ্যাত জংগুয়ানকুন সায়েন্স পার্কে। এই পার্কটির কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের সাইট ওয়েবুতে লিখেছে, চীনে সরাসরি বিনিয়োগ হিসেবে এটাই অ্যাপলের প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। ভবিষ্যতে এ কেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, ভিডিও-অডিও যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে। এখানে ৫০০ কর্মী কাজ করবেন।
বিশ্লেষকেরা বলছেন, চীনের এই গবেষণা ও উন্নয়নকেন্দ্র অ্যাপলকে চীনা ক্রেতাদের আরও কাছে আনবে।
তথ্যসূত্র : সিএনবিসি।