Sunday, September 25, 2016

চরফ্যাশন নামের রহস্য



চরফ্যাশন উপজেলা 

চরফ্যাশন উপজেলার নাম করনের ভূমিকাঃ

প্রত্যেকটি বস্ত্ত বা এলাকার একটি নাম থাকাটাইস্বাভাবিক। আর এই নাম থাকার পিছনেও থাকেবিভিন্ন যুক্তি বা সার্থকতা।  এলাকাটির নামচরফ্যাশন হওয়ার পিছনেও যথেষ্ট যুক্তি রয়েছে।যেমন  চরফ্যাশন পূর্বে কখনো নোয়াখালী,কখনো বরিশাল আবার কখনো বা পটুয়াখালীরগলাচিপার সাথে সংযুক্ত ছিল। বর্তমানেচরফ্যাশন থানাটি ভৌগলিক অবস্থান কিন্তু পূর্বেএমন ছিল না।  চরফ্যাশন ছিল ক্ষুদ্র ক্ষুদ্রঅসংখ্য চর। ঠিক তখনই বরিশালের জেলাম্যাজিষ্ট্রেট এইচ,জে,এইচ ফ্যাশন সাহেব১৮৮৫-৮৭ সালের দিকে প্রশাসনিক ভাবে অঞ্চলের চরগুলির প্রতি দৃষ্টি দেন এবং এলাকারপ্রান কেন্দ্র বর্তমান চরফ্যাশন বাজারটি গঠনকরেন। 
মিঃ ডোনাবানের পরিকল্পনা অনুসারেপ্রস্তাবিত  বাজারের নাম রাখা হয় চরফ্যাশনবাজার। পরবর্তীতে এলাকার একমাত্র প্রানকেন্দ্রচরফ্যাশন বাজারের নাম অনুসারে গোটাএলাকার নাম করন করা হয় চরফ্যাশন। তিনিচরফ্যাশনের উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টাকরেন

চরফ্যাশন উপজেলায় উন্নীত হওয়ারধারাবাহিক পর্যাক্রম : 

চরফ্যাশন উপজেলাআয়তনের দিক থেকে কত বড় তা দেশেরনেতৃবৃন্দের অনেকেই জানেন না। শুধু আয়তনইনয়লোক সংখ্যার দিক থেকেও বাংলাদেশেরঅনেক জেলার  লোক সংখ্যা চেয়ে বেশি।১৯৬৮ ইং সালে গঠিত হয় চরফ্যাসন থানা।
১৯৮২ সালের ১৫ ডিসেম্বর চরফ্যাশন থানাকেমান উন্নীত করা হয়। মান উন্নিত থানা / উপজেলার প্রথম উপজেলা নির্বাহি অফিসারজনাব বিনয় কৃষ্ণ কর্মকার। তিনি চরফ্যাশনউপজেলাকে সুন্দর ভাবে গড়ে তোলার বিভিন্নপদক্ষেপ নিয়েছিলেন। চরফ্যাসন উপজেলায়বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকান্ড ছাড়াও বিভিন্নএন,জি, সংস্থাও উন্নয়নের কার্যক্রম বাস্তবায়নকরে আসছেন