সময়টা বেশ ভালোই যাচ্ছিল লিওনেল মেসির। মৌসুমের শুরুটা হয়েছে দারুণভাবে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন বটে। তবে সেই চোট খুব একটা মারাত্মক ছিল না। তা সত্বেও পরের ম্যাচে মেসিকে নিয়ে মোটে ঝুঁকিই নেননি আর্জেন্টিনা কোচ এডগার্দো বাউজা।
অথচ এই অবস্থায় মেসিকে একের পর এক ম্যাচ খেলানোয় কাতালান ক্লাবটির ম্যানেজমেন্টকে একহাত দিলেন আর্জেন্টিনা কোচ। ফক্স স্পোর্টকে তিনি বলেন, ‘বার্সার পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আমরা যেন মেসির যত্ন নিই। কিন্তু তারা নিজেরা সেই যত্নটুকু নিচ্ছে না। এটা আমার কাছে অদ্ভুত লাগছে যে তারা (বার্সা) প্রত্যেকটি ম্যাচেই ইনজুরির শঙ্কায় থাকা মেসিকে খেলাচ্ছে।’
মেসির ইনজুরি নিয়ে বার্সার বার্তা নিয়ে এএসপিএন রেডিওকে বাউজা বলেন, ‘বার্সার পক্ষ থেকে একটি অফিসিয়াল নোটিশে জানানো হয়, লিওনেল ডান পেশিতে চোট পেয়েছে। তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু এটাও আমার কাছে অদ্ভুত মনে হয়েছে যে এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ যথেষ্ট!’ মেসির সাথে কথা বলবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তার ইনজুরির অবস্থা পরখ করবে তারা। এ বিষয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা এখনো তার সাথে কথা বলতে পারিনি। কিন্তু তার চোটের অবস্থা আমরা জানতে চাই। শুনেছি, তার একটি টেস্ট করানো হয়েছে। সেই পরীক্ষার ফলের অপেক্ষায় আছি। জাতীয় দলের চিকিৎসক পাঠানো হবে। তার পরে সবকিছু পরিষ্কার হবো।’
প্রসঙ্গত, ইনজুরির কারণে বার্সার হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মিস করবেন মেসি। তবে পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত মেসিকে প্রত্যাশাই করছেন না আর্জেন্টিনার কোচ!